AUTHOR


General Knowledge in Bengali - সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর || প্রথম পর্ব


নমস্কার, 
           স্বাগতম বুদ্ধির খেলা সাইটে সকল পাঠকদের। বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কাজে লাগবে। তাই এই বিষয়গুলি আমাদের জেনে রাখা খুবই জুরুরী। আজ আমরা কিছু প্রশ্ন ও উত্তর গুলি জানবো। সাথে ১৫০+ এমন প্রশ্নের উত্তর সম্পূর্ণ তালিকার PDF বিনামূল্যে আপনাদের প্রদান করবো। বিভাগটিকে দুইটি পর্বে ভাগ করে প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্বে সম্পূর্ণ PDF টি আপনারা ডাউনলোড করতে পেয়ে যাবেন। 
১.কোন আসিড কে King of Acids বলা হয়?
উত্তর:- সালফিউরিক আসিড {H2SO4}

২.কুমায়নি কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর:- উত্তরাঞ্চল

৩.ভিটামিন E এর রাসায়নিক নাম কি?
উত্তর:-টোকোফেরল

৪. ভারতের কোন রাজ্যকে 'টাইগার স্টেট' বলা হয়?
উত্তর:- মধ্যপ্রদেশ

৫. করবেটে ন্যাশনাল পার্ক " কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:-উত্তরাখন্ড

৬. ক্লোরোফর্ম কে আবিষ্কার করে?
উত্তর:-সিম্পসন ও হ্যারিসন

৭.'আদর্শ বিদ্যালয়' কোন রাজ্য সরকারের বংশ প্রকল্প?
উত্তর:-ওড়িশা

৮ কোন উপক্ষার মানুষের ররক্তচাপ কমাতে সাহায্য করে?
উত্তর:-রেসারপিন।

৯. চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার যে স্বাস্থ্যবিমা চালু করল, সেই প্রকল্পটির নাম কি ?

উত্তর:-স্বাস্থ্যসাথী 

১০. পৃথিবীর প্রথম ট্রেনে হাসপাতাল খোলা হয় কোন ট্রেনে ?

উত্তর:-Lifeline Express ( মুম্বাইতে ) 

১১. কোন রাজ্য সরকার "যশ ভারতী পুরস্কার" প্রদান করে?

উত্তর:-উত্তরপ্রদেশ সরকার

১২. দাচিগামা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:-জম্মু ও কাশ্মীর

১৩. বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?

উত্তর:-16ই অক্টোবর

১৪. অন্ধ মানুষের পড়ানোর পদ্ধতিটির নাম কি?

উত্তর:-লুই ব্রেইল পদ্ধতি

১৫. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

উত্তর:-ভিটামিন A

১৬. ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়?
উত্তর:- হরিয়ানা

১৭.I.S.R.O এর পুরোনাম কি?
উত্তর:- Indian Space Research Organisation.

১৮. ট্যামিফ্লু' ঔষধটি কোন রোগে দেওয়া হয়?
উত্তর:-বার্ড ফ্লু

১৯. নাইটিংগেল অব ইন্ডিয়া বলা হয়
কাকে?
উত্তর:- সরোজিনী নাইডু। 

২০. ডটার অব দা ইস্ট বলা হয় কাকে?

উত্তর:-বেনজীর ভুট্টো।

Post a Comment

0 Comments