AUTHOR


চাকরির পরীক্ষার সাহিত্য সমগ্র এর কিছুগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || MCQ প্রশ্ন ও উত্তর 2020

*বাংলা সাহিত্যের প্রথম সৃষ্টির তালিকা*
১● বাংলা সাহিত্রের আদি নিদর্শন ?
উ: চর্যাপদ ।
২● আদি মধ্যযুগের প্রথম নিদর্শন ?
উ: শ্রীকৃষ্ণকীর্তণ
৩• প্রথম খল চরিত্র ?
উ: ভাড়ু দত্ত ।
৪• প্রাচীন মঙ্গলকাব্য ?
উ: মনসামঙ্গল
৫• মনসামঙ্গলের আদি কবি ?
উ: কানাহরি দত্ত ।
৬• চন্ডীমঙ্গলের আদি কবি ?
উ: মানিক দত্ত
৭• ধর্মমঙ্গলের আদি কবি ?
উ: ময়ুরভট্ট
৮● প্রথম চৈতন্যজীবনীগ্রন্থ ?
উ: মুরারী গুপ্তের " শ্রীশ্রীকৃষ্ণচৈ
তন্যচরিতামৃতম "
৯● বাংলা ভাষায় আদি চৈতন্যজীবনী গ্রন্থ ?
উ: বৃন্দাবন দাশের চৈতন্যভাগবত ।
১০● বাংলা প্রথম অনুবাদ কাব্য ?
উ: কৃত্তিবাস ওঝার " শ্রীরাম পাঁচালি "

১১● মহাভারতের প্রথম অনুবাদক ?
উ: কবীন্দ্র পরমেশ্বর - " পান্ডববিজয় বা বিজয়
পান্ডব "
১২● প্রথম সন তারিখ যুক্ত কাব্য ?
উ: মালাধর বসুর " শ্রীকৃষ্ণবিজয় "
১৩● প্রথম গদ্যের নিদর্শন ?
উ: কোচবিহাররাজ নরনারায়ণের অহমরাজ চুকুম্ফা
সর্গাদেবকে লেখা ২০ লাইনের ছিঠি ।
১৪● বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসেরনাম?
উ: আলালের ঘরের দুলাল।
১৫● বাংলা সাহিত্যে প্রথম বাঙালি মহিলা উপন্যাসিক?
উ: স্বর্ণকুমারী দেবী।
১৬● বাংলা সাহিত্যে প্রথম মুসলিম রচিতসার্থক নাটক?
উ:বসন্তকুমারী।
১৭● বাংলা সাহিত্যে প্রথম মুসলিম চরিত্রঅবলম্বন নাটক?
উ: জমিদার দর্পন।
১৮● বাংলা সাহিত্যে প্রথম ও একমাত্র গদ্য মহাকাব্য?
উ: বিষাদ সিন্ধু।
১৯● বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস?
উ: কপালকুন্ডলা।
২০● বাংলা সাহিত্যে প্রথম সার্থকউপন্যাস?
উ: দুর্গেশনন্দিনী(১৮৬৫)।

২১● বাংলা সাহিত্যে প্রথম পরিবেশসচেতন কবি?
উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
২২● বাংলা সাহিত্যে প্রথম প্রহসন?
উ: বাবু । (প্রথম স্বার্থক - কেই কি বলে সভ্যতা।)
২৩● বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন?
উ: মাইকেল মধুসুধন দত্ত।
২৪● বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক?
উ: শর্মীষ্ঠা।
২৫● বাংলা সাহিত্যে প্রথম ঐতিহাসিক নাটক?
উ: কৃষ্ণকুমারী।
২৬● বাংলা সাহিত্যে প্রথম সার্থকট্রেজেডি?
উ: কৃষ্ণকুমারী।
২৭● বাংলা সাহিত্যে প্রথম ও প্রথম সার্থক মহাকাব্য?
উ: মেঘনাথবধ কাব্য।
২৮● বাংলা সাহিত্যে প্রথম বাংলা গীতিকবিতার রচয়িতা?
উ: মাইকেল মধুসুদন দত্ত।
২৯● বাংলা সাহিত্যে প্রথম মুসলমান মহাকবি?
উ: কায়কোবাদ।
৩০● বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্প?
উ: দেনা পাওনা।

৩১● বাংলা সাহিত্য প্রথম ঢাকা থেকে প্রকাশিত গ্রন্থ?
উ: নীল দর্পন।
৩২● বাংলা সাহিত্যে প্রমথ প্রচুরপরিমানে আরবি ফারসি
শব্দ ব্যবহার করেন?
উ: মোহিতলাল মজুমদার।
৩৩● বাংলা সাহিত্যে পথম আধুনিক গীতি কবিতার কবি
কে ?
উ: বিহারিলাল চক্রবর্তী।
৩৪●বাঙালির রচিত প্রথম ইতিহাস গ্রন্থ কী ? উ:
রাজাবলী, মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার ১৮০৮ খখ্রীষ্টাব্দ
৩৫● প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন ?
উ: মধুসূধন দত্ত ( পদ্মাবতী নাটকে - কলির
উক্তিতে )
৩৬● বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসধর্মী ভ্রমন
কাহিনি কোনটি ?
উ: পালামৌ'(১৮৮৪),সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
৩৭● বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙ্গালি রচনা
করেন ?
উ: রাজা রামমোহন রায় ( গৌড়ীয় ব্যাকারণ - ১৮৩৩
খ্রী:)
৩৮● বাংলা সাহিত্যের একমাত্র ও পত্রকাব্য কোনটি ?
উ: " বীরাঙ্গনা কাব্য " ১৮৬২ খ্রী: মধুসূদন।
৩৯● বাংলা সাহিত্যের প্রথম চরিত্র কী ?
উ: " নিরঞ্জন " (শূন্যপূরাণ) ।
৪০● বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতা কোনটি ?
উ: " আত্মবিলাপ " , মধুসূদন ।
৪১● প্রথম দেহাত্মবাদী বাঙ্গালি কবি কে ?
উ: ত্রিপতি বন্দ্যোপাধ্যায়।
৪২● বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ
কোনটি ?
উ: " বিদ্যাসাগর চরিত " , বিদ্যাসাগর।
৪৩● প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহৃত হয়
কোথায় ?
উ: " বেতাল পঞ্চবিংশতি " , বিদ্যাসাগর ।
৪৪● বাংলা সাহিত্যে গদ্যে প্রথম বিরাম চিহ্ন ব্যবহার
করেন কে ?
উ: " বিদ্যাসাগর " ।
৪৫● বাংলা গদ্য সাহিত্যর প্রথম শোকগাথা কী ?
উ: " প্রভাবতী সম্ভাষণ " , বিদ্যাসাগর ।
৪৬● বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে ?
উ: " শাহ্ মুহম্মদ সগীর " ।
৪৭● প্রথম মানবতাবাদী কবি - চন্ডীদাস
৪৮● বাঙালি প্রথম মহিলা কবি - কুক্কুরি পা
৪৯● রামায়নের প্রথম মহিলা অনুবাদক - চন্দ্রাবতী
৫০● প্রথম বাংলা নাটক - কাল্পনিক সংবদল
৫১● প্রথম বাংলা মৌলিক নাটক - ভদ্রার্জুন


আগের পোস্ট গুলো দেখতে নিচে ক্লিক করুন।

বিঃদ্রঃ- আরও আপডেট হওয়ার জন্য অবশ্যই Subscribe করো & Share করে দাও এই লিঙ্কটা নিজের বন্ধুদের মাঝে।


Post a Comment

0 Comments