AUTHOR


চাকরির পরীক্ষার জেনারেল নলেজ এর কিছুগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || MCQ GK প্রশ্ন ও উত্তর 2020

চাকরির পরীক্ষার জেনারেল নলেজ এর কিছুগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || MCQ GK প্রশ্ন ও উত্তর 2020

General Science Gk

প্রশ্ন.লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?
উ: গ্রোথ হরমোন
প্রশ্ন : জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন ?
উ: অক্সিটোসিন
প্রশ্ন : রক্ত কি ধরনের কলা ?
উ: যোজক কলা
প্রশ্ন : স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে ?
উ: এক্সেন
প্রশ্ন : প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে ?
উ: অক্সিজেন মিশ্রিত
প্রশ্ন : রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?
উ: শিরায়
প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ?
উ: যকৃত
প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ?
উ: ফিমার
প্রশ্ন : কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় ?
উ: পিটুইটারি
প্রশ্ন : শোসনের সময় দেহ হতে কি নির্গত হয় ?
উ: কার্বন - ডাই -অক্সাইড

প্রশ্ন : শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি ?
উ : টেস্টোস্টেরন
প্রশ্ন : মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?
উ : দেহ কোষে
প্রশ্ন : রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত ?
উ: ৫০০ : ১
প্রশ্ন : রক্ত জমাট বাধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে ?
উ: সিরাম
প্রশ্ন : মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি ?
উ: উরুর অস্থি
প্রশ্ন : অনুচক্রিকার কাজ কি ?
উ: রক্ত জমাট বাধায়
প্রশ্ন : লিউকোমিয়া রোগের কারণ কি ?
উ: রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া
প্রশ্ন : দেহের শক্তির প্রধান মাধ্যম কি ?
উ: শ্বসন
প্রশ্ন : দেহে মেলানিনের প্রধান কাজ কি ?
উ: সূর্য রশ্নীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা
প্রশ্ন : কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় ?
উ: অগ্নাশয়
প্রশ্ন : অক্ষি গোলকের প্রাচীরের নাম কি ?
উ: রেটিনা
প্রশ্ন : রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায় ?
উ: ডায়াবেটিস
প্রশ্ন : কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ?
উ: ইস্টজেন

প্রশ্ন : নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ?
উ: পিটুইটারি
প্রশ্ন : থাইরয়েডের অবস্থান কোথায় ?
উ: গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে
প্রশ্ন : মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ?
উ: সিকামে
প্রশ্ন : ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি ?
উ : ভিলাস
প্রশ্ন : ভিটামিন কে ও বি কোথায় সংস্লেসিত হয় ?
উ: বৃহদন্তে

আগের পোস্ট গুলো দেখতে নিচে ক্লিক করুন।

বিঃদ্রঃ- আরও আপডেট হওয়ার জন্য অবশ্যই Subscribe করো & Share করে দাও এই লিঙ্কটা নিজের বন্ধুদের মাঝে।


Post a Comment

0 Comments